• Breaking News

    বুধবার, ৩০ মে, ২০১৮

    গল্প:লক্ষি বউ

    গল্প:লক্ষি বউ
    লেখক:আমি নিজেই
    পড়াশুনা শেষ করে অভি এখন একটা বেসরকারি অফিসে চাকরি করে,সে তার ছাএ জিবনে প্রেম-ভালোবাসা এগুলার দ্বারের কাছেও যায় নি,কারণ তার জমানো ভালোবাসা একমাএ তার বউয়ের জন্য,অফিস করা,বন্ধুদের সাথে আড্ডা দেওয়া,ইত্যাদির মাধ্যমে ভালোই যাচ্ছিলো তার দিনগুলো,তার পরিচয় বলতে,তার আব্ব,-আম্মুর একমাএ সন্তান সে,তার আব্বু একটা সরকারি অফিসে কর্মকর্তা, একদিন সকালে অভির আম্মু অভিকে অফিসে যেতে না করে এবং বলে বিকালে এক জায়গায় যেতে হবে,তখন অভি জিজ্ঞেস করে কোথায় যেতে হবে,অভির আম্মু বলে বিকাল হলেই দেখতে পাবি কোথায় যাচ্ছি,তারপর অভি বাসা থেকে বেরিয়ে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়,এবং আড্ডা শেষ করে দুপুরে বাসায় আসে,তারপর গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেয়,তারপর বিকালে তার আম্মা তাকে বলে:-
    আম্মু :কিরে উঠ,তোকে বলছিলাম না আমাদের এক জায়গায় যেতে হবে,উঠে তারাতারি রেডি হয়ে নে?
    অভি:আচ্চা আম্মু,আমরা যাচ্ছিটা কোথায়,?
    আম্মু:তোর জন্য মেয়ে দেখতে?
    অভি:মানে,?আমি বিয়ে করতে পারবো না,
    আম্মু:তুই বিয়ে করবি না,তোর বাপে করবে?
    অভি:আচ্ছা, তাহলে আব্বুকেই বলো,বিয়ে করতে?..
    আম্মু:তবে রে, ওগো শুনছো(অভির আব্বুর উদ্দেশ্যে অভির আম্মু কথাটি বললো)কথাটা বলতেই অভি ওর আম্মুর মুখ চেপে ধরে এবং অভি বলে:আরে আম্মু আমি তোমার সাথে মজা করতাছি,তুমি যাও আমি ৫ মিনিটে রেডি হয়ে আসছি(অভি ওর আব্বুকে অনেক ভয় পায়),এই বলে অভি ফ্রেশ হয়ে আসে এবং রেডি হয়ে তারা সবাই একসাথে মেয়ে দেখার উদ্দেশ্যে বের হয়,প্রায় ১ ঘন্টা পর তারা তাদের কাক্ষিত স্থানে পোছায়,তার পর বাসায় ডুকে সবাইকে সালাম দেয়, এবং যে যার আসনে গিয়ে বসে,ওই দিকে ২বেয়াই অর্থ্যাত অভির আব্বু,এবং অভির হবু শোশুর জমিয়ে আড্ডা দিতাছে,আর এই দিগে অভি বসে আনইজি ফিল করতাছে,তারপর অভির আব্বু বলে,এইবার আমাদের হবু বউ মাকে দেখা যাক,তারপর ইয়া বড় একটা ঘোমটা দিয়ে মেয়েকে আনা হলো,তারপর ঘোমটা টা সরাতেই অভি মেয়েটাকে দেখে টাস্কি খেয়ে যায়,ঠোটের নিছে একটা তিল থাকায় মেয়েটির রুপ হাজার গুনে বৃদ্ধি পেয়েছে,তারপর অভির আম্মু মেয়েটিকে জিজ্ঞাস করে;-
    আম্মু:তোমার নাম কি?
    মেয়েটি:সুমাইয়া জাহান সুমা
    আম্মু:কোন ক্লাসে এ পড়ো,ইন্টার ১ম বর্ষ,, তারপর আর কিছুক্ষন আম্মু সুমার সাথে কথা বলে,একসময় অভির হবু শোশুর বলে,এইবার ওদের ২জনকে আলাদা ঘরে পাঠানো হোক কথা বলাফ জন্য,কিন্তু তখনই অভির আব্বু বলে আলাদা কথা বলার দরকার নাই,যা বলার বাসর রাতেই বলবে,তখন আর কি করার অভির এত সাহস নাই যে ওর আব্বুর মুখের উপর কথা বলবে,তারপর তারা বাসায় চলে আসে,এবং রাতে অভির আম্মু অভির রুমে এসে বলে-বাবা অভি বিয়েতে তোর কোনো আপত্তি আছে,
    অভি:কি যে বলো না,আমি কোনোদিন তোমাদের কোনো কথা আমি অমোত হইছি,তোমরা যা ভালো মনে করো তাই করো,?আমার কোনো আপত্তি নেই,
    আম্মু:জানতাম,তুই আমাদের কথার বিরুদ্ধে যাবি না,আগামি সপ্তাহে তোদের বিয়া?
    অভি:এত তারাতারি?
    আম্মু:আসলে তারা বেশি দেরি করতে চাচ্ছে না,?এই বলে অভির আম্মু রুম থেকে চলে যায়,আসলে অভির ও সুমাকে অনেক ভালো লেগে যায়,তাই একবার বলাতেই সে বিয়েতে রাজি হয়ে যায়,
    তারপর দেখতে দেখতে অভি আর সুমার বিয়ে চলে আসে,এবং বিয়ের সবকিছু শেষ করে অভি এখন এগোচ্ছে তার বাসর ঘরের দিকে,সে সব প্রস্তুতি আগেই তার বিবাহিতো বন্ধুদের সাহাজ্য নিয়ে নিছে, তারপর সে আস্তে আস্তে বাসর ঘরের দিকে পা বাড়ায়,এবং ঘরের ভিতরে গিয়ে ধরজা বন্ধ করে দেয়,এই দিকে অভির হার্টবিট ক্রমশ বাড়তে আছে,সে দেখতে পায় সুমা একটা ঘোমটা দিয়ে বসে আছে,তারপর সুমা গিয়ে অভির পা ধরে সালাম করে,আর অভি বাংলা সিনেমার মত ডায়ালগ দিতে থাকে এই বলে,তোমার স্থান পায়ে নয় বুকে,এই বলে সে সুমাকে খাটের উপর বসায়,এবং ঘোমটা তুলে ২য় বার সুমার উপর ক্রাশ খায়,এতে সুমা কিছুটা লজ্জা পায়,এবং বলে এমন ভাবে থাকায় আছো কেন,আমার লজ্জা করে না বুঝি,
    অভি বলে:ওরে আমার লজ্জাবতি বউ রে,দাড়াও এখনি তোমার লজ্জা ভাংতাছি,তারপর লাইট অপ করে দেয় অভি,(আর অন্ধকার থাকার কারণে লেখক বাকিটা ইতিহাস বলে গল্প সমাপ্তি করে দিয়েছে)
    (কাল্পনিক)
    ভুল ক্রুটি মার্জনীয়

    ২টি মন্তব্য:

    Fashion

    Beauty

    Travel